ক্লাউড মার্কেটপ্লেসের চার্জ কমালো গুগল

২৬ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৩২  
এখন থেকে ক্লাউড মার্কেটপ্লেস থেকে ক্রেতারা অন্য ভেন্ডরদের সফটওয়্যার কিনলে আগের তুলনায় কম চার্জ কাটবে গুগল। খবর রয়টার্স। বিষয়টির সাথে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে সিএনবিসি জানিয়েছে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম থেকে রেভিনিউ শেয়ার ২০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। ফলে এখন থেকে যাদের সফটওয়্যার বিক্রি হচ্ছে তারা আগের তুলনায় বেশি রিভিনিউ নিতে পারবেন। গুগল ক্লাউডের একজন মুখপাত্র বলেন, “আমাদের উদ্দেশ্য হলো অংশীদারদের সেরা প্ল্যাটফর্ম প্রদান করা এবং এই খাতের সবচেয়ে প্রতিযোগিতামূলক প্রণোদনা প্রদান করা। আমরা নিশ্চিত করতে পারি যে, ইতিমধ্যেই আমাদের মার্কেটপ্লেসে ফি কাঠামো পরিবর্তন কার্যকর হয়েছে। শিগগিরই আরও কিছু জানানো হবে”। চলতি বছরে গুগল তাদের অ্যাপ স্টোরে বার্ষিক আয় এক মিলিয়ন ডলারের ক্ষেত্রে সার্ভিস চার্জ অর্ধেকে নামিয়ে আনে। ডেভেলপারদের প্রণোদনা প্রদানে এই উদ্যোগ নেয়া হয়। ডিবিটেক/বিএমটি